top of page

একটি অদৃশ্য কানের গল্প! 

eavesdropping_edited.jpg

সাম্প্রতিক সময়ে সদ্যসাবেক এক প্রতিমন্ত্রীর লংকাকাণ্ডে পুরো দেশই ছিলো সরগরম। বিরোধীদলীয় নেত্রীর নিকটাত্মীয় নারীকে নিয়ে ইন্টারনেটের লাইভ শো'তে অশ্লীল ও কটু মন্তব্য করায় ঝড় উঠে যায় সবখানে, বিশেষ করে ইন্টারনেট জগতে টেকাইই দায় হয়ে উঠছিলো।

সাবেক মন্ত্রী সাহেবের প্রতিপক্ষ তো প্রতিপক্ষ, তাঁর নিজের দলের লোকেরাই তাঁকে ভর্ৎসনা করতে আরম্ভ করলেও তিনি থামেন তো না-ই, বরং 'যা কইছি ঠিকই কইছি' একটা দম্ভ দেখিয়ে আরেকদফা বেফাঁস কথাবার্তা বলেন।

তবে এদেশে কোথায় যেন একটা অদৃশ্য কান আছে! সেই কানের মালিকেরও হয়তো সেই এমপি সাহেবের এই একের পর এক অর্বাচীনের মতোন আচার আচরণ ভালো লাগে নি।

হঠাৎ করেই ইন্টারনেট জগতে আবির্ভাব হলো মাননীয় এমপি মহোদয়ের এক অশ্লীলতর ফোনালাপের। আগুনে যেন এক মণ ঘি ঢেলে দিলো কেউ। 

ব্যকরণ অনুযায়ী, আরও বড় প্রভাবশালী একজন মন্ত্রী বললেন, 'ফোনালাপ ব্যক্তিগত বিষয়।' তবে লাইভ শো'তে করা কটুক্তির ব্যাপারে খতিয়ে দেখা হবে।

এরপরের ঘটনা সবারই জানা।

আজকের এই লেখাটা মূলত সেই 'মধুভাষী' সাহেবকে নিয়ে নয়, বরং সেই অদৃশ্য কান নিয়ে।

দুই বছরের পুরনো অডিওক্লিপের এক পাশে ছিলেন তৎকালীন এই প্রতিমন্ত্রী ও অপর পাশে ছিলেন এক চিত্রনায়ক। তাঁর সাথে কথাবার্তার এক পর্যায়ে সেই কলেই শুনতে পাওয়া যায় এক জনপ্রিয় চিত্রনায়িকার কণ্ঠ। 

অফিশিয়াল কিংবা আনঅফিশিয়াল... কোন কনটেক্সটে সেই এমপি মহোদয়ের মন্ত্রীত্ব চলে গেলো, সেটা বোধকরি আমরা সবাইই বুঝি।

কিন্তু কিসের ওপর ভিত্তি করে সেই চিত্রনায়ককে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার লোকজন বসিয়ে বসিয়ে যদি 'কি করে অডিওক্লিপটা ফাঁস হলো?' টাইপ প্রশ্ন জিজ্ঞেস করতে থাকলেন, সেটা একেবারেই বোধগম্য হলো না।

ফাঁসকৃত সে অডিওক্লিপে পরিষ্কারভাবে শোনা যায় সেই অভিনেতাকে যখন এমপি ফোন দিলেন, তখন অভিনেতা কল রিসিভ করে 'আর দুই মিনিট...' বলার আগে তার ফোনে সেট করা একটি রাজনৈতিক দলের গান কলার টিউন হিসেবে বাজতে শুরু করে।

যারা বিভিন্ন কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করেন, তাঁরা খুব ভালো করেই জানেন যে, কলার টিউনের মিউজিক কেবল যে কল করেছে তাঁর পাশ থেকেই কেবলমাত্র রেকর্ডেড হয়।

অতএব, এমপি মহোদয়ের ফোন থেকে তিনি নিজে বা তাঁর পরিচিত কেউ যদি কল রেকর্ডটি ফাঁস করে না থাকেন, তবে বুঝতে হবে কে/কারা চুপেচাপে তাঁর মোবাইলের মধ্যে কান পেতে বসে ছিলো। খুব সম্ভবত সেই অদৃশ্য কানের মালিক।

কথাটা ভাবতেই সমাজের আরও দশ-বিশজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমলা, বড় বড় সরকারী/বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ নিজেদের 'মহাপরাক্রমশালী' মনে করা মানুষগুলোর জন্য হঠাৎ করে খুব মায়া হচ্ছে!

দুই বছর আগের এই রেকর্ড এতদিন যদি সেই কানের মালিক সিন্দুকে তুরুপের তাস হিসেবে 'সময়মতোন টেক্কার চাল' খেলার জন্য লুকিয়ে রেখে থাকেন... তাহলে জনাব/জনাবা! একটু থামুন! একটু ভাবুন!!

এতো অহংকার, এত শৌর্যবীর্যের প্রদর্শনী; কবে কাকে দূরালাপনীর ইথারে বেফাঁস কি বলে ফেলেছিলেন, তা মনে করার চেষ্টা করুন। এবং সময় এলে যদি ফাঁদে পা পড়েইই যায়, তা কাউন্টার করবেন কি করে, সেসব ভাবুন। অদৃশ্য কানের মালিকের সিন্দুকে নিশ্চয়ই আপনাকে ঘায়েল করার বাণও লুকানো আছে! 

আইন-বেআইন না বোঝা অনেকেই জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন, সেই কলে শুনতে পাওয়া সেই নায়িকাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। সেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাওয়া হলে একজন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা বলেন যে কোত্থেকে এসব ফোনালাপ ফাঁস হলো, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে। কারণ এটা নাকি 'ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধ'।

ভাবি, সেই অদৃশ্য কানের মালিক এ কথা শুনে আপনমনে হেসে উঠলেন কিনা। হেসে উঠে হাতে ধরা পরের দানে খেলার জন্য তাসগুলোর ওপর আলতো করে একবার হাত বুলালেন কিনা... 

#অসম্পাদিত

-

 

স্যাম জাহান

সাংবাদিক

© SAM JAHAN | 2025 | DHAKA, BANGLADESH

* All contents in this website are copyrighted materials. Please don't imitate or copy these without prior permission.

bottom of page